যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রক ব্যান্ড 'সারভাইভর'র প্রধান গায়ক জিমি জামিসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। জনপ্রিয় টিভি সিরিজ 'বেওয়াচ'র থিম সং গেয়েছিলেন জামিসন। খবর বিবিসির
জামিসন ১৯৮৪ সালে ব্যান্ডটিতে যোগ দিয়েছিলেন। 'আমাদের ভাই' বলে সারভাইভর এই গায়ককে বর্ণনা করেছে।
প্রধান গায়ক জামিসনের মৃত্যুতে সারভাইভর তাদের ফেসবুক পেজে লিখেছে, পুরো সারভাইভর পরিবার তার মৃত্যুতে খুবই শোকাহত ও ব্যথিত। 'তার পরিবার ও বন্ধুদের প্রতি রইল আমাদের সহানুভূতি, ভালোবাসা ও প্রার্থনা।'