নিজের সুর ও সঙ্গীতায়োজনে গান করলেন হাবিব নিজেই। এস এ হক অলিক পরিচালিত এক পৃথিবী প্রেম ছবিতে গাইলেন গায়ক ও সংগীত পরিচালক হাবিব।
‘আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই/ সকাল দুপুর রাত কি বিকেল আকাশে তাকাই’। এই গানটির কথাও লিখেছেন পরিচালক নিজেই।
এই ছবিতে মোট ৬টি গান রয়েছে। এরমধ্যে একটি করে গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ও কুমার বিশ্বজিৎ। আরেকটিতে মিলন মাহমুদ ও পড়শী। সংগীত পরিচালক হিসেবে থাকছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা।
‘হৃদয়ের কথা’ ও ‘আকাশছোঁয়া ভালোবাসা’ নামে দুটি ছবি নির্মাণ করা। পরিচালক অলিক জানান, ছবিটির শুটিং শুরু হবে অক্টোবরের শেষ দিকে। তার পরিচালনায় সর্বশেষ ছবিটি মুক্তি পায় প্রায় ছয় বছর আগে।