অ্যাপলের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক হয়ে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সসহ অন্তত 'একশ' সেলিব্রেটির নগ্ন ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে অ্যাপলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। গত রবিবার রাতে এ ঘটনা ফাঁস হয়। ধারণা করা হচ্ছে, ছবিগুলো ব্যাপকভাবে জনপ্রিয় অনলাইন সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এ অবৈধ ছবি প্রকাশের শিকার হয়েছেন ১০১ জন তারকা। এদিকে হ্যাকাররা জানিয়েছেন, তাদের কাছে আরও নগ্ন ছবি রয়েছে। অচিরেই প্রকাশ করা হবে। অজ্ঞাত হ্যাকাররা তারকাদের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে এসব ছবি সংগ্রহ করেছেন ও ফোর-চ্যান সাইটে প্রকাশ করেছেন।
লরেন্সের ৬০টির বেশি ছবি ওই সাইটে প্রকাশ করা হয়। লরেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রকাশিত ছবিগুলো বানানো নয়, বাস্তব। একটি ই-মেইলে জানানো হয়, 'এটা প্রাইভেসি রক্ষা অধিকারের মারাত্মক লঙ্ঘন। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। চুরি যাওয়া ছবিগুলো যারা পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে আরেক অভিনেত্রী ম্যারি এলিজাবেথ ইউনস্টিড প্রকাশিত তার ছবিগুলো সত্য বলে নিশ্চিত করেছেন।