সম্প্রতি অনুষ্ঠিত হলো ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের [ইমা] প্রথম নির্বাচন। সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির হেড অব মার্কেটিং রঞ্জন কুমার দত্ত। সভাপতি নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রঞ্জন। তিনি বলেন, 'সবাই আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সবার প্রার্থনা কামনা করছি'।
এদিকে অন্যান্য পদের মধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির ডিজিএম আনিসুর রহমান তারেক। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন জিটিভির হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম মনি, এটিএন বাংলার ডিজিএম শফিক আল ইসলাম এবং বিজয় টিভির এজিএম ইনচার্জ এএইচ রাজু। এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন আরও অনেকে।