এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'চলো হারিয়ে যাই'। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার প্রচার হচ্ছে। সাইফুল ইসলাম মাননু'র রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, আজিজুল হাকিম, শামস সুমন, কুমকুম হাসান, আহসান নাসিম, আরজুমান আরা বকুল, মিশু সাবি্বর, আমিন আজাদ, নাঈম, রাজিব সালেহীন, মাসিয়াত প্রমুখ।