দীর্ঘ বিরতির পর ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ ছবি দিয়ে বলিউডে ফিরেছিলেন অভিনেত্রী শ্রী দেবী। ছবিটি ভারতে তেমন সফলতা না পেলেও জাপানে খুব প্রশংসিত হয়েছে। এমনকি জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীর চোখে পানি চলে আসে ছবিটি দেখে।
গত ২৮ জুন জাপানের ২০টি শহরের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় ছবিটি। এরপর থেকে এ পর্যন্ত ছবিটি আয় করেছে ১০ লাখ মার্কিন ডলার। ছবিটি জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীকে সম্মাননা স্বরুপ দেখানোর ব্যবস্থা করেছিলো ভারতীয় দূতাবাস। ছবিতে শ্রী দেবীর অভিনয় দেখে কান্না করে ফেলেন তিনি। পরে তিনি হল থেকে চোখ মুছতে মুছতে বের হন।
এই ছবিতে শ্রী দেবী একজন অশিক্ষিত গৃহবধু যে ঘটনাক্রমে অামেরিকা যান বোনের মেয়ের বিয়ের সুবাদে। কিন্তু সে ইংলিশ বলতেও জানেনা বুঝতেও পারেননা। তারপরই শুরু হয় ঝামেলা।