একটি মিনিভ্যানের উপর নিজের স্কোয়াড বাইক তুলে দেওয়ায় জনপ্রিয় পপ গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে হামলা ও বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বিবারকে ক্যালিফোর্নিয়ার অন্টারিওতে অবস্থিত নিজ শহর স্ট্রাটফোর্ড থেকে গ্রেফতারও করা হয়েছে। পরে অবশ্য ২৯ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। খবর বিবিসির
দুর্ঘটনার পর ভ্যানের চালকের সঙ্গে স্পষ্টত ঝগড়ায় লিপ্ত হওয়ায় বিবারকে অন্টারিও পুলিশ গ্রেফতার করেছিল। একথা নিশ্চিত করেছে অন্টারিওর পুলিশ। পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার পর তা তদন্ত করতে তাদেরকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল। এরপরই তারা বিবারকে গ্রেফতার করে।
তবে দুর্ঘটনা থেকে কারোরই কোনো রকম জমখের খবর পাওয়া যায়নি।