বলিউডের সিনেমাগুলোতে প্রায়ই দেখা যায় নায়কেরা বড় বড় ডিগ্রি নিয়ে মাকে জড়িয়ে ধরে বলে মা আমি ফাস্ট হয়েছি! কিন্তু বাস্তব জীবনে তাদের লেখাপড়ার দৌড় কতটুকু তা হয়তো অনেকেরই অজানা। আসুন জেনে নিই বলিউড তারকাদের লেখাপড়ার দৌড় কতটুকু!
অমিতাভ বচ্চন:
বলিউডের যেকোনো আলোচনা বিগ-বি দিয়ে শুরু করাই ভালো৷ যতই মারকুটে, গালি দেওয়া অশিক্ষিত নায়কের ভূমিকায় তিনি অভিনয় করে থাকুন না কেন অমিতাভ বচ্চন কিন্ত্ত এখনও নায়কদের মধ্যে সবচেয়ে শিক্ষিত৷ তিনি নৈনিতালের শেরউড কলেজে স্নাতক৷ এরপর সায়েন্স, আর্টস দুটি বিভাগেই দিল্লির কিরোরী মল কলেজ থেকে ডিগ্রি নিয়েছেন৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডক্টরেটও রয়েছে তার
আমির খান:
তিনি স্কুলে খুব সাধারণ ছাত্র ছিলেন৷ স্কুলের পাঠ শেষ করে মুম্বাইয়ের নারসি মনজি কলেজে ভর্তি হন ঠিকই কিন্তু ক'দিন ক্লাশ করেছেন তা হাতে গোনা যাবে৷ বেশিরভাগ সময়টা তিনি নাটক নিয়েই ব্যস্ত থাকতেন৷
শাহরুখ খান:
তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক হন। এরপর নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি হন ঠিকই, কিন্তু আর শেষ করতে পারলেন কোথায়!
সালমান খান:
তিনি তো কলেজ ড্রপ আউট! গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে কিছুদিন পড়াশোনা করেছেন। এরপর মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিসলাস হাইস্কুলে ভর্তি হন। তারপর বান্দ্রার ন্যাশনাল কলেজে ভর্তি হন। কিন্ত্ত ওই পর্যন্তই!
হৃত্বিক রোশন:
খান পরবর্তীদের মধ্যে প্রথমেই মনে আসে হৃতিক রোশনের কথা। তিনি ছিলেন সাদামাটা ছাত্র। বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনার পর সিডেনহাম কলেজ থেকে কমার্সে স্নাতক হন।
জন আব্রাহাম:
বম্বে স্কটিশ স্কুলের ছাত্র জন আব্রাহামের পড়াশোনার গ্রাফ অনেকখানি উপরের দিকে। তিনি জয় হিন্দ কলেজ থেকে ভালো নম্বর পেয়ে অর্থনীতিতে স্নাতক হন। এরপর নার্সি মনজি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলেজ থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি পান৷ নায়ক হওয়ার আগে তিনি প্রফেশন্যাল মিডিয়া প্ল্যানারও ছিলেন।
রণবীর কাপুর:
পড়াশোনায় তিনি সালমানপন্থী। স্কুলের পর এইচ আর কলেজে ভর্তি হলেও গণ্ডি পেরোনো আর হয়নি।বছর খানেক পর থেকেই কলেজে যাওয়া বন্ধ করে দেন। যোগ দেন স্কুল অব ভিজ্যুয়াল আর্টস অ্যান্ড লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। এরপর ফিল্ম মেকিং এবং মেথড অ্যাক্টিংয়ে পাঠ নেওয়া শুরু করেন৷
ফারহান আখতার:
মুম্বাইয়ের মানেকজি কাপুর স্কুলে পড়াশোনা করেছেন। এইচ আর কলেজ থেকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন। তবে আহামরি কিছু রেজাল্ট নিয়ে নয়।
অক্ষয় কুমার:
মুম্বাইয়ের কিংস সার্কেলে ডন বসকো হাইস্কুল এবং গুরু নানক খালসা কলেজে পড়েছেন কিছুদিন। কিন্তু মনোযোগ সবসময় ছিল খেলাধূলায়। কলেজ থেকে বেরিয়ে গিয়ে ব্যাংককে মার্শাল আর্ট শিখতে গেছেন। করেছেন নানান জায়গায় চাকরী। আশির দশকে বাংলাদেশে হোটেল পূর্বাণীতেও কাজ করেছেন।
সাঈফ আলী খান:
বনেদী পরিবারের সন্তান, পড়ালেখাটাও তাই ভালোই করেছেন ছোট নবাব। সানাওয়ারে লরেন্স স্কুল। এরপর যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে লকার্স পার্ক স্কুল। যুক্তরাজ্যের বিখ্যাত পাবলিক স্কুল উইনচেস্টার কলেজে তিনি ছিলেন গর্বিত ছাত্র।
ইমরান হাশমী:
সিডেনহাম কলেজ থেকে গ্রাজুয়েশন। অবশ্য খুবই নরমাল কলেজ লাইফ। কিসার হিসেবে পরিচিত এই নায়ক পড়েছেন মুম্বাই ইউনিভার্সিটিতেও। তবে শেষ করতে পারেননি।