সম্প্রতি ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, 'আমি সন্তান চাই। তবে তার জন্যে স্ত্রী চাই না। বরং আমার সন্তানের জন্যে একজন মা চাই।'
জীবনের ৪৮টি বসন্ত পার করে ফেললেও এখন পর্য়ন্ত বিয়ের পিঁড়িতে বসতে পারেননি সালমান খান। তাই অনেকেই তাকে ‘লাইফটাইম ব্যাচেলর’ বলে ডাকে। তাই ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রতিবেদক সালমানের কাছে তার নামের সঙ্গে জুড়ে থাকা তকমা পরিবর্তনের বিষয়ে জানতে চান। যার উত্তরে তিনি রেগে গিয়ে এসব কথা বলেন।