বলিউডের দুই জনপ্রিয় নায়ক আমির খান এবং হৃত্বিক রোশন। দুজন দুই ধরনের অভিনেতা। আর দুজন দুই সময়ে অভিনয়ে এসেছেন। তাই আমির সিনিয়র, হৃত্বিক জুনিয়র। তাই বলে কি জুনিয়রের কাছে অনুপ্রেরণা পেতে পারে না সিনিয়র! বলিউড সংস্কৃতিতে সিনিয়র-জুনিয়র বলে কোনো বিষয় নেই। সবাই সহকর্মী। তাই এভাবে বলা যায়, হৃত্বিকের নাচ দেখে মাঝে-মধ্যেই মধুর ঈর্ষায় ভোগেন আমির খান। তারও হৃত্বিকের মতো নাচার খুব ইচ্ছা। কিন্তু তিনি এটাও বুঝেন, কিছু কিছু গুণ সব মানুষের মধ্যে দেননি ঈশ্বর। তাই আমির চাইলেও হৃত্বিকের মতো নাচতে পারবে না। তাই বলে মনের কথা প্রকাশ করতে তো কোনো বাধা নেই। সম্প্রতি আমির তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন। 'ব্যাং ব্যাং' ছবি মুক্তি উপলক্ষেই তা প্রকাশ পেয়েছে।
আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে হৃত্বিক-ক্যাটরিনার নতুন ছবি 'ব্যাং ব্যাং'। বর্তমানে এ ছবির ট্রেলার রিলিজের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে তারা। আর এ প্রশংসাকারীদের তালিকায় যোগ হয়েছে সুপারস্টার আমির খানের নাম। তিনি ছবিটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। এমনকি হৃত্বিকের মতো নাচার ইচ্ছাও হয়েছে তার। আমির তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, 'মাঝে মাঝে মনে হয়, কিছুটা হলেও যদি হৃত্বিকের মতো নাচতে পারতাম। 'ব্যাং ব্যাং'র নতুন গান দেখলাম খুব ভালো লেগেছে। আর ট্রেলার অসাধারণ। দুজনকেই খুব ভালো লেগেছে।' এরপরই আবার টুইট করেন, 'ট্রেলারে যেভাবে হৃত্বিক পানির নিচ থেকে পিস্তল নিয়ে উঠে- দৃশ্যটা চমৎকার লেগেছে। ২ অক্টোবরের জন্য আর অপেক্ষা করতে পারছি না।'
আমিরের এ টুইটে দারুণ খুশি হৃত্বিক-ক্যাটরিনাও।
আমির বর্তমানে ব্যস্ত তার 'পিকে' ছবির প্রচারণা নিয়ে। ছবিটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। এ ছাড়াও শীঘ্রই শুরু হতে যাচ্ছে তার রিয়েলিটি শো 'সত্যমেভ জয়তে'।