নতুন সংসার কেমন লাগছে?
ভালো আছি। আমার বিয়ের আগে অনেক কথাই রটেছে। কিন্তু যা রটেছে তার সব মিথ্যে প্রমাণিত হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আমি আমার জীবনে আমার মনের মতো একজন সঙ্গী খুঁজে পেয়েছি। সবার কাছে দোয়া চাই যেন সুখে-শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, মন দিয়ে সংসার করতে পারি।
অভিনয়ে আপনাকে আমরা কবে থেকে পাচ্ছি?
এরই মধ্যে আমার কাছে বেশকিছু ভালো নাটকের স্ক্রিপ্ট এসেছে। আমি সেগুলো দেখছি, পড়ছি। ভালো লাগলে আসছে ঈদের পর থেকেই আমি আবার অভিনয়ে নিয়মিত হব। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন আমার বর এবং শ্বশুরবাড়ির মানুষের উৎসাহে অভিনয়ে ফিরছি।
অভিনয়ে আমরা কি আপনাকে নিয়মিত পাব?
এটি একান্তই নির্ভর করে দর্শকদের ওপর। আমি যদি ভালো অভিনয় করি দর্শক আমাকে পছন্দ করবেই। সেক্ষেত্রে অভিনয় নিয়মিত করে যাব। আর আমি অভিনয়ে নিয়মিত হব ঠিকই তবে ভালো ভালো নাট্যনির্মাতাদের নির্দেশনাতেই বেছে বেছে কাজ করব। তবে আগে আমি আমার সংসার জীবনকে প্রাধান্য দেব। তারপর অভিনয়। তাই ভালো কাজের সঙ্গেই থাকছি আশা করি।
আজ থেকে প্রায় দুই বছর আগে চলচ্চিত্রে অভিনয় করার কথা বলেছিলেন। এখন কী করবেন?
হুম বলেছিলাম। প্রস্তাবও ছিল। কিন্তু মেলেনি। তাই আপাতত চলচ্চিত্রে কাজ করার আগ্রহ নেই। যদি চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতির উন্নতি হয় তখন ভেবে দেখব যে চলচ্চিত্রে কাজ করব কি-না। তবে বর্তমানে আমাদের দেশে ভালো কিছু নির্মাতা এসেছেন। তারা ভালো ছবি নির্মাণ করছেন বলে শুনেছি।
আপনার সর্বশেষ কাজগুলো নিয়ে কিছু বলুন।
আমি সর্বশেষ অভিনয় করি অভিনেতা অপূর্ব ভাইয়ের পরিচালিত 'ব্যাকডেটেড' টেলিফিল্মে। এটি গত ঈদে এনটিভিতে প্রচারের পর দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। অনেক রেসপন্স পেয়েছি।
শোবিজ প্রতিবেদক