মানিক মোর্শেদ ওরফে মনি ভাই ও রাজা দুই ভাই। বড় ভাই মনি একজন গডফাদার। তার ছোট ভাই রাজা তারই হয়ে সমাজে নানান সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ঘটনাক্রমে দুই ভাইয়ের সঙ্গে পরিচয় হয় চিত্রনায়িকা নির্ঝরের। একসময় বড় ভাই চিত্রনায়িকাকে বিয়ে করতে চায়। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় ছোট ভাই রাজা। এগিয়ে যায় ধারাবাহিক নাটকটির গল্প। মাতিয়া বানু শুকুর রচনায় ও রুমান রুনির পরিচালনায় নির্মিত হয়েছে নাটক 'ভাই'। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি বলেন, 'এতে আমি একজন মন্দলোকের চরিত্রে অভিনয় করেছি। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। শুটিং চলাকালীন সময়েই বেশকিছু ফুটেজ দেখেছি আমি। আমার নিজেরই অনেক ভালো লেগেছে। দর্শকের ভালো লাগবে এটা নিশ্চিত বলতে পারি।'
এতে তারিক আনাম খানের ছোট ভাই রাজা চরিত্রে অভিনয় করেছেন সজল। সজল বলেন, 'আমার গেটআপ দেখেই দর্শক বুঝতে পারবেন যে এই ধারাবাহিকে আমি একটু ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছি।'
ধারাবাহিকে চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। অর্ষা বলেন, 'এই সময়ে আমি খুব কম কাজ করছি। গল্প ভালো না হলে কাজ করছিই না বলা চলে। শুকু আপার লেখা এই টেলিফিল্মের গল্প অনেক ভালো লেগেছে। তাই কাজটি করেছি। আমি ভীষণ উপভোগ করেছি।' ভার্সেটাইল মিডিয়া পরিচালিত ধারাবাহিক নাটকটি ঈদে মাছরাঙা টিভিতে প্রচার হবে।