ব্রিটেন প্রবাসী বাঙালিদের কাছে দারুণ সাড়া ফেলেছে শারেন রহমানের গাওয়া 'একা একা' গানের মিউজিক ভিডিও। বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখার মেয়ে শারেনের জন্ম ও বেড়ে উঠা ব্রিটেনে। বিলেতের বাংলা কমিউনিটির সবচেয়ে বড় রিয়েলিটি শো চ্যানেল এস স্টার'র মাধ্যমে তাকে চেনে সবাই। তৃতীয় রাউন্ডে গিয়ে শারেন হোঁচট খান। তবে ভেঙে পড়েননি শারেন। নিজেকে তৈরি করতে আবারও সময় নিয়েছেন। বিলেতের চ্যানেল এস ও এনটিভিতে অনুষ্ঠান করছেন নিয়মিত। সম্প্রতি রিলিজ হওয়া তার 'একা একা' শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বিলেতের সবগুলো বাংলা টেলিভিশনে। আবু ইমরান তন্ময়ের কথা ও সুরে গানটি গেয়েছেন তিনি। শারেন বাংলা গানকে ধারণ করেন মনে-প্রাণে। এবার পথ চলতে চান বাংলাদেশের মিডিয়ায়। ভালো সুযোগ এলে বাংলাদেশেও গান করবেন।