অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সসহ ১০০ তারকার নগ্ন ছবি ওয়েবসাইটে প্রকাশের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। অ্যাপলের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে ছবিগুলো প্রকাশ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এফবিআইয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এ কথা জানায়।
এদিকে তারকাদের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করেই ছবিগুলো প্রকাশ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে অ্যাপল তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ন্যাট কেরিস।
ছবিগুলো ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, রেড্ডি্ট ও ইমগুরের মতো সাইটে ছড়িয়ে পড়ে। পরে অবশ্য টুইটার কর্তৃৃপক্ষ তারকাদের নগ্ন ছবি ছড়ানো অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়।
চুরি যাওয়া ছবিগুলোর মধ্যে জেনিফার লরেন্সের ছবিই ৬০টির বেশি। লরেন্সের এক মুখপাত্র বলেন, 'প্রকাশিত ছবিগুলো বানানো নয়, বরং বাস্তব। এটা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের মারাত্মক লঙ্ঘন।'
ধারণা করা হচ্ছে হ্যাকাররা তারকাদের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে এসব ছবি সংগ্রহ করে এবং শেয়ারের অনলাইন ফোরাম ফোরচ্যান সাইটে প্রকাশ করে। গত রবিবার ছবি প্রকাশের ঘটনাটি ফাঁস হয়। ছবি প্রকাশের ঘটনার শিকার ১০০ তারকার মধ্যে জেনিফার লরেন্স ছাড়াও কিম কারদেশিয়ান, কেলি ব্রুক, কেট বোসওর্থ, হিলারি ডাফ রয়েছেন।