২৩তম একক অ্যালবাম 'আধেক নামে ডাকো আমায়' নিয়ে বিপাকে রয়েছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। বিভিন্ন কারণে কাজ শেষ করতে পারছেন না তিনি। এর আগে গত ঈদে অ্যালবামটি প্রকাশের ঘোষণা দিয়েছিলেন রিজিয়া। কিন্তু কথা রাখতে পারেননি। রিজিয়া পারভীন বলেন, ঈদের আগেই অ্যালবামটি প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে এর কাজ শেষ করতে পারিনি। তবে ইতিমধ্যে অ্যালবামের শিরোনাম গানটির মিউজিক ভিডিও তৈরি করেছি। কিছুদিনের মধ্যেই ভিডিওটি প্রকাশ করব। আর চলতি বছরের শেষ নাগাদ অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে'। আধেক নামে ডাকো আমায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এর আগে সংগীত পরিচালক ফুয়াদের সুর-সংগীতে ক্যারিয়ারের ২৩তম একক অ্যালবামটি তৈরির ঘোষণা দিয়েছিলেন রিজিয়া। তবে দেশের বাইরে থাকায় ফুয়াদ কাজ করতে পারেননি। অবশেষে রিজিয়া অন্যান্য সংগীত পরিচালককে দিয়েই অ্যালবামের কাজ শুরু করেন। এদের মধ্যে রয়েছেন- ইবরার টিপু, মান্নান মোহাম্মদ প্রমুখ।