পাপারাজ্জিদের কারণে প্রিন্সেস ডায়ানার জীবনাবসান হয়েছিল সড়ক দুর্ঘটনায়। ডায়ানার এহেন অবস্থার সঙ্গে নিজের তুলনা করলেন জাস্টিন বিবার। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পর টুইটার বার্তায় তিনি দাবি করেন, পাপারাজ্জিদের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। প্যারিসে পাপারাজ্জিদের বহনকারী গাড়ির সঙ্গে প্রিন্সেস ডায়ানাকে বহনকারী গাড়ির সংঘর্ষে ১৯৯৭ সালে নিহত হন প্রিন্সেস ডায়ানা। তার ওই অকালমৃত্যু থেকে পাপারাজ্জিদের শিক্ষা নিতে বলেছেন বিবার।
পাপারাজ্জিদের উদ্দেশ করে বিবার তার টুইটার বার্তায় লিখেন- 'সম্প্রতি আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তার বিরুদ্ধে অবশ্যই আইন থাকা প্রয়োজন। প্রিন্সেস ডায়ানার মৃত্যু থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। পাপারাজ্জিরা যখন অসংযত আচরণ করেন, তখন আমাদের জীবন হুমকির মুখে পড়ে।'