প্রয়াত চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদের অসমাপ্ত ছবি 'ভালোবাসবোই তো'র বাকি কাজ করবেন নায়িকা মৌসুমী। মৃত্যুর আগ পর্যন্ত ছবিটির প্রায় ৬০ ভাগ কাজ শেষ করে গেছেন বেলাল আহমেদ। কিন্তু তার হঠাৎ প্রয়াণে ছবিটি যখন অনিশ্চয়তার মুখে পড়ে, ঠিক তখনই এগিয়ে এলেন মৌসুমী। তিনি বলেন, 'ইমপ্রেস টেলিফিল্মও চাইছে ছবিটির বাকি কাজ আমি করি। আর আমার সঙ্গে বেলাল ভাই তার পরিকল্পনার কথা শেয়ার করে গেছেন। সেক্ষেত্রে তার সহকারী পরিচালক ও অন্যদের নিয়েই কাজটি শেষ করতে পারব বলে আশা করছি।' ছবির প্রধান দুটি চরিত্রে আছেন মৌসুমী ও নিলয়।