'ডলস হাউস' নামটা হেনরিক ইবসেনের কারণেই বিখ্যাত। এ নামে তিনি একটি নাটক লিখেছিলেন। নাটকটি বিখ্যাত হয়েছে। নারীর স্বপ্ন-সংগ্রামের গল্প। এদিকে এ নামে আফসানা মিমি কয়েক বছর আগে নির্মাণ করেছিলেন একটি দীর্ঘ ধারাবাহিক নাটক। এখানেও নারীদের নিয়ে গল্প। সম্ভবত ইবসেনের 'ডলস হাউস' থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। সেই সফল ধারাবাহিকটির সিক্যুয়েল আসছে এবার। আসছে নভেম্বর থেকে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে মিমির নতুন ডেইলি সোপ 'ডলস হাউস-টু- সাতটি তারার তিমির'। গতবার মধ্যবয়স্ক নারীদের গল্প থাকলেও এবার থাকছে তরুণীদের গল্প। অভিনয় করেছেন মৌসুমী হামিদ, মৌটুসি বিশ্বাস, সানজিদা প্রীতি, মুমতাহিনা টয়া, স্বর্ণা, শর্মিমালা এবং জয়িতা মহলানবীশ। গল্পে প্রাধান্য পেয়েছে 'বন্ধুত্ব'।