ভারতের হায়দারাবাদ পুলিশ যৌনব্যবসায় জড়িত এক বলিউড অভিনেত্রীকে হাতেনাতে ধরেছে। গত রবিবার হায়দারাবাদের অভিজাত এলাকা বানজারা হিলসের পার্ক হায়াত হোটেলে হানা দেয় পুলিশ। এসময় আরো কয়েকজনের সঙ্গে ওই অভিনেত্রীকে আটক করা হয়।
'মাকড়ি' খ্যাত ওই অভিনেত্রীর নাম শ্বেতা প্রসাদ। শ্বেতার সঙ্গে বেশ কয়েকজন বড় ব্যবসায়ীও ধরা পড়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
'মকবুল' চলচ্চিত্রে অভিনয় করে শ্বেতা আলোচনায় আসেন।
এ ঘটনার পর তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, পরিবারকে সাহায্য করতে অর্থ আয়ের জন্য তার কাছে অন্য কোনো উপায় ছিল না।
ভারতীয় একটি পত্রিকা তার বরাত দিয়ে বলেছে, এ ব্যবসায় নামার জন্য কয়েকজন তাকে প্ররোচিত করেছে।
তিনি আরো দাবি করেন, তিনি একাই নন, আরও অনেক অভিনেত্রীই এই ব্যবসায় জড়িত।