এবার জনপ্রিয় নায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পি। ছবির শিরোনাম 'সুইট হার্ট'। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিতে রিয়াজ সাইকো চরিত্রে অভিনয় করবেন। তিনি বলেন, চরিত্রটি ছোট হলেও এতে মজা আছে। তা ছাড়া এ ধরনের চরিত্রে কখনো কাজ করা হয়নি। তাই এই অতিথি চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যে রাজি হয়েছি। তা ছাড়া দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে রয়েছি। ফলে এক্ষুনি বড় চরিত্রে অভিনয়ের প্রস্তুতি আমার নেই। এ কারণে পরীক্ষামূলকভাবে ছোট এই কাজটি বেছে নিয়েছি। শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে।