শুধু বলিউড নয়, হলিউড নায়িকাদেরও পেছনে ফেলে বিশ্বের সেরা আবেদনময়ী হলেন ক্যাটরিনা। প্রথম সারির একটি সংবাদপত্র তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক স্তরে একটি সমীক্ষা চালায়। বিশ্বজুড়ে সব অভিনেত্রীর সৌন্দর্য ও আবেদনের ওপর চালানো সেই সমীক্ষার ফল গিয়েছে ক্যাটরিনার পক্ষে। ক্যাটরিনা নিজেও এ খবরে খুশি। তবে ক্যাটের জন্য এ সম্মান প্রথম নয়। গত বছরও ক্যাটরিনা এশিয়ার সেরা ৫০ জন আবেদনময়ী নায়িকার তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিলেন। এবার তার মুকুটে যুক্ত হলো নতুন মুকুট।