এই তো সেদিনের কথা। বিদ্যা বালানকে নিয়ে চারদিকে হৈচৈ। 'ডার্টি পিকচার' এবং 'কাহানি'র পর তুমুল জনপ্রিয় অভিনেত্রী হয়েছিলেন তিনি। পাশাপাশি সমালোচকদের চোখেও বিদ্যার অভিনয় ছিল বেশ প্রশংসিত। একসঙ্গে জনপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা কুড়ানো চাট্টিখানি কথা নয়। কিন্তু সেই অসাধ্যই সাধ্য করেছিলেন তিনি। অথচ বিয়ের পর বিদ্যা একেবারেই বদলে গেলেন। নিজেকে প্রায় শ্বশুরালয়ের চার দেয়ালের মধ্যেই বন্দী করে রাখলেন। নিয়মিত নতুন নতুন ছবির প্রস্তাব ফেরত দিতে লাগলেন। আসলে বিদ্যা কী করতে চাচ্ছেন!
জানা গেছে, বিদ্যা নিজের সিদ্ধান্তের চেয়ে স্বামীর ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই অভিনয় করছেন না। কিন্তু অভিনয় একেবারেই করবেন না- বিষয়টি এমন নয়। তিনি অভিনয় করবেন, তবে স্বামীর কথামতো খুব বেছে। যেমন 'ডার্টি পিকচার' সিক্যুয়েলের প্রস্তাব তার স্বামীর পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে বিদ্যার জন্য এটা বিশাল ত্যাগ। তবে সম্প্রতি বিদ্যা তার স্বামীর সম্মতিতে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ইমরান হাশমি। তবে শর্ত হচ্ছে, আবেগঘন দৃশ্য তো দূরের কথা, কোনো চুমুর দৃশ্যই থাকবে না।