একুশে পদক প্রাপ্ত শাস্ত্রীয় সংগীতের গুরু পণ্ডিত রামকানাই দাশ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন। গত বুধবার তাকে সেখানে ভর্তি করা হয়।
জানা গেছে, গত ২৭ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় রামকানাই দাশকে। এরপর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। কিন্তু তার রক্তচাপ যেমন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তেমনি হূদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। পাশাপাশি তিনি নিউমোনিয়ায়ও ভুগছেন জানা গেছে।
পণ্ডিত রামকানাই দাশ দীর্ঘদিন ধরে পুরাতনী শাস্ত্রীয় বাংলা গান নিয়ে কাজ করছেন। পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছেন তিনি। এ বছর তাকে একুশে পদকে ভূষিত করা হয়।