পুলিশ কর্মকর্তাদের ‘মর্দানি’ না দেখার অনুরোধ করেছে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ। তারা একটি চিঠির মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের এই ছবি না দেখার অনুরোধ জানিয়েছে। কারণ এই ছবিতে পুলিশ কর্মকর্তাদের যোগ্যতার নামে ‘হিংসা’ ও মারামারিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
‘মর্দানি’ ছবির গল্প ছিল শিশুপাচার নিয়ে। এই ছবি থেকে প্রভাবিত হয়েই বিহারের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জেলা প্রধানের কাছে সমস্ত পুলিশ কর্মকর্তাদের যাতে এই ছবি দেখানো যায় সে প্রস্তাব দিয়েছিলেন। বিহারের সিআইডি অফিসার অরবিন্দ পান্ডে নিজের জেলার এসপি, জিআরপি এসপি ও বিহার সেনা পুলিশ কমান্ডান্টকে এই নির্দেশও দিয়েছিলেন যাতে সব পুলিশ কর্মকর্তারা ‘মর্দানি’ দেখতে পারে। কিন্তু এবার সিএইচআরআই অরবিন্দ পান্ডেকে ছবিটি না না দেখতে চিঠি দিয়েছেন।
এই চিঠিতে লেখা রয়েছে, এতে কোন সন্দেহ নেই যে ‘মর্দানি’র শিবানীর কিছু বিশেষ বৈশিষ্ট রয়েছে যা সকল পুলিশ কর্মকর্তাদের মধ্যে থাকা উচিত। কিন্তু তারা চান যাতে ‘মর্দানি’র পুলিশি স্টাইল পুলিশ কর্মকর্তাদের দেখানো না হয় ও এই বিষয়টিকে সকলেই কাছে স্পষ্ট করা হয়।