একদমই শান্তিতে নেই প্রিয়াঙ্কা চোপড়া। পুরোপুরি দৌড়ের ওপর আছেন। শরীর ভালো থাক আর মন্দ- এক বিন্দুও অবসর নেই তার। 'মেরি কম' ছবির মুক্তি উপলক্ষেই তার এই দৌড়ঝাঁপ। এমনই ব্যস্ত প্রিয়াঙ্কা যে, সম্প্রতি তিনি নিজের সাক্ষাৎকার দেওয়ার জন্যও একটু বসার সময় পাননি। একটি সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন গাড়িতে চলতে চলতে। সাক্ষাৎকার নিতে গিয়ে সাংবাদিকও দেখলেন প্রিয়াঙ্কার অবস্থা। নির্ঘুম চোখ, সর্দি-কাশির ভোগান্তি, ক্লান্তিভরা মুখ। কিন্তু হাতে কাজের বিশাল তালিকা। সত্যিই মায়া হওয়ার মতোই।
প্রিয়াঙ্কা জানান, এভাবে গাড়িতে সাক্ষাৎকার দেওয়াটা তার জন্য প্রথম অভিজ্ঞতা।
গত ১ সেপ্টেম্বর প্রিয়াঙ্কা তার অসুস্থতার কথা টুইটারে জানিয়েছিলেন। পরদিন দিলি্লর উদ্দেশে উড়াল দেন তিনি। এরপর টুইট করেছিলেন, 'খুব কম ঘুম হচ্ছে। এখন ফ্লাইটে। ঘুমে বিভোর চোখ। ঘুমের মধ্যেই হাঁটছি! আমি জেগে আছি, কফি খাচ্ছি। মাথায় শুধু 'মেরি কম'। আর কিছু না।'
তার কাছে জানতে চাওয়া হয়, যদি তিনি ঘুমিয়ে পড়তেন? উত্তরে আশ্বস্ত করলেন, 'নাহ! আসলে অনেক কফি খেয়েছিলাম।'
বড় বড় শহরগুলোর পাশাপাশি ছোট ছোট শহরগুলোতেও ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখায় উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। তাই ক্লান্তি আর অসুস্থতাকে পাত্তাই দিচ্ছেন না তিনি।