ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা মুভি হিসেবে 'গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড' পেয়েছে 'অ্যা পিজিয়ন স্যাট অন অ্যা ব্রাঞ্চ রিফ্লেকটিং অন ইগজিসট্যান্স'। কমেডি এই মুভিটির পরিচালক রয় এন্ডারসন। রয় সুইডিস নাগরিক।
ইতালিয়ান পরিচালক ভিত্তরিও দে সিকা'র ১৯৪৮ সালে নির্মিত মুভি 'বাইসাইকেল থিভস' দ্বারা রয় তার মুভিটি নির্মাণে অনুপ্রাণিত হয়েছেন বলে চলচ্চিত্র উৎসবে উপস্থিত দর্শকদের জানিয়েছেন। খবর বিবিসির
ভেনিস চলচ্চিত্র উৎসবে আরো কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। গ্রান্ড জুরি অ্যাওয়ার্ড পেয়েছে 'দ্য লুক অব সাইলেন্স' মুভিটি। এটির পরিচালক জসুয়া ওপেনহেইমার। নিউইয়র্কভিত্তিক মুভি 'হাংগ্রি হার্টস' মুভিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেতা এডাম ড্রাইভার। আর একই মুভিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইতালিয়ান আলভা রহরওয়াশের।