মাঝে দীপিকা পাডুকোনকে নিয়ে বেশ হাসাহাসি হয়েছে। তিনি নিজেকে 'কুমারী' দাবি করায় এই হাসাহাসি। এবার বেরিয়ে এলো থলের বিড়াল। তার নতুন ছবি 'ফাইন্ডিং ফ্যানি'র প্রচারণার জন্যই এমন মন্তব্য করেছিলেন তিনি। কারণ ছবিতে তার চরিত্রটি নিজেকে কুমারী দাবি করে। আর সংলাপটি নিয়ে আবার হৈচৈ শুরু হয়েছে। ভারতের সেন্সর বোর্ড ছবির পরিচালক হোমি আদাজানিয়াকে সাফ জানিয়ে দিয়েছিল, 'কুমারী' শব্দটি বাদ না দিলে সব বয়সীদের জন্য উপযোগী ছবি হিসেবে ছাড় মিলবে না। অবশেষে সেই ঝামেলা মিটেছে। সেন্সর বোর্ডের চেয়ারম্যানই শব্দটি ছবিতে রাখার অনুমোদন দিলেন। ছবির একটি দৃশ্যে দীপিকা অর্জুন কাপুরকে বলেন- 'আমি কুমারী'। আর এই 'কুমারী' শব্দটিই অশ্লীল ঠেকে সেন্সর বোর্ড কর্মকর্তাদের কাছে। সমস্যা হচ্ছে ছবির ট্রেইলারে সংলাপটি ছিল এবং সে ব্যাপারে তারা কোনো আপত্তিও করেননি। ওই সংলাপসহ ট্রেইলারটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও প্রদর্শিত হচ্ছে। এরপর ঝামেলা শুরু। যাই হোক, ঝামেলার অবসান হয়েছে। আর তাই বাস্তবে না হোক, পর্দায় দীপিকা কুমারীই থাকছেন।