শীর্ষ নায়ক শাকিব খান আর সুশ্রী নায়িকা অপু বিশ্বাস এখন ব্যাংককে। গতকাল দুপুর ১টার ফ্লাইটে তারা উড়াল দিয়েছেন। তবে এ যাত্রা ব্যক্তিগত নয়, শুটিংয়ের প্রয়োজনে। সেখানে তারা ওয়াকিল আহমেদের 'শোধ' আর সুমন ওয়াজেদের 'হিটম্যান' ছবির শুটিং করবেন। ব্যাংককের মনোরম লোকেশনে নেচে-গেয়ে বেড়াবেন। মানে কয়েকটি গানের দৃশ্য ধারণ করা হবে। অপু বলেন, ঈদে ছবি দুটো মুক্তি পাবে। সময় বেশি নেই। দ্রুত কাজ শেষ করতে হবে। গানের চিত্রায়ণ শেষ হলেই শুটিং পর্ব শেষ হবে। তাই অন্য কাজ ফেলে ব্যাংকক যাচ্ছি। শাকিব বলেন, শীঘ্রই নিজের প্রযোজনার কাজ শুরু করব। তাই হাতে থাকা ছবিগুলোর কাজ দ্রুত শেষ করতে চাই। এ ছাড়া ঈদে ছবি দুটো মুক্তি পাবে। ফলে আমাদের এই যাত্রা। ১৫ দিন ব্যাংকক থাকবেন শাকিব-অপু। ঢালিউড ছবিতে বৈচিত্র্য আনতে মাঝে-মধ্যেই বিদেশে শুটিং হচ্ছে। ধীরে ধীরে বিদেশে শুটিংয়ের মাত্রা বাড়ছে। শাকিব বলেন, 'বিষয়টি ভালো। দিনে দিনে আমরা আরও সমৃদ্ধ হচ্ছি। আমার প্রযোজিত প্রথম ছবি বিদেশে শুটিং হয়েছিল। পরবর্তী ছবির শুটিংও বিদেশে হবে।