নায়করাজ রাজ্জাকের তরুণবেলার চরিত্রে অভিনয় করবেন তার বড়পুত্র বাপ্পারাজ। ছবির শিরোনাম 'অসম প্রেম'। এটি নির্মাণ করবেন রাজু আহমেদ। নির্মাতার লেখা ছবির গল্পে দেখা যাবে রাজ্জাক একটি মেয়েকে পিতৃস্নেহে পরম মমতায় লালন-পালন করেন। মেয়েটি বড় হয়ে রাজ্জাকের প্রতি দুর্বল হয়ে পড়ে। তাকে ভালোবাসে। কিন্তু রাজ্জাক মেয়েটিকে তার প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। এতে রাজি হয় না মেয়েটি। শুরু হয় সম্পর্কের টানাপড়েন। রাজ্জাকের ছেলের চরিত্রে অভিনয় করবেন ইমন। আর মেয়ের ভূমিকায় থাকছেন অমৃতা। বাপ্পারাজকে ফ্লাশব্যাকে রাজ্জাকের তরুণ বয়সী চরিত্রে দেখা যাবে। আজ থেকে কক্সবাজারে 'অসম প্রেম' ছবির শুটিং শুরু হবে।
এর আগে রাজ্জাক ও বাপ্পারাজ একসঙ্গে অভিনয় করলেও পিতার চরিত্রে পুত্র নয়, পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। দুজনে সর্বশেষ 'কোটি টাকার ফকির' ছবিতে অভিনয় করেন। এটি নির্মাণ করেন নায়করাজ রাজ্জাক।