আইটেম গান মানেই তরুণীদের কণ্ঠ। কিন্তু কিছু কিছু শিল্পী আছেন যারা চিরতরুণ। যেমন রুনা লায়লা। এবার রুনার কণ্ঠে শোনা যাবে আইটেম গান। মৈমনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীকে নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্রে থাকছে এই গানটি। সম্প্রতি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী। জুয়েল মাহমুদের কথায় গানটি সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। পর্দায় রুনা লায়লার গানটিতে ঠোঁট মেলাবেন পরীমণি। তিনিই অভিনয় করবেন মহুয়া সুন্দরীর চরিত্রে। তার সহশিল্পী থাকছেন সুমিত।
২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করবেন রওশন আরা নীপা। তিনি জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে যাত্রাপালার নায়িকার মাধ্যমে ছবিটিতে তুলে ধরা হবে মহুয়া সুন্দরীকে। এতে ছবি চরিত্রেও দেখা যাবে পরীমণিকে। ছবিটির প্রথম ধাপের দৃশ্যায়ন শুরু হবে ১৯ সেপ্টেম্বর। 'মহুয়া সুন্দরী'কে নিয়ে দেশে এর আগেও দুটি ছবি তৈরি হয়েছে। ১৯৬৬ সালে 'মহুয়া', এর দুদশক পর নির্মিত হয় 'মহুয়া সুন্দরী'।