এনিমেশন ছবি মানেই যেন রমরমা ব্যবসা। আর হলিউড চলছে এই এনিমেশন ছবি নিয়েই। সম্প্রতি মুক্তি পাওয়া 'গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই টপচার্টে প্রথম স্থান ধরে রেখেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি সেরা ব্যবসায়িক সাফল্যের তালিকায় নাম লেখাবে। জেমস কান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, জো সালদানা, ডেভ বাতিস্তাসহ অনেকে। আর চোখ ধাঁধানো এনিমেশন করেছেন ক্রেইগ উডের নেতৃত্বে বিশাল এক টিম। ছবিটি এখন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে চলছে।