ইতালির সেরা অভিনেত্রীদের একজন মাগদা অলিভেরো মারা গেছেন। মিলানের একটি হাসপাতালে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ইতালিয়ান বার্তা সংস্থা আনসা জানিয়েছে। খবর বিবিসির
গত মাসে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন অলিভেরো। তার বয়স হয়েছিল ১০৩। ৭০ বছরের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
১৯৩০ এর দশকে অলিভেরোর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। তবে ১৯৪১ সালে বিয়ের পর তিনি অভিনয় করা থামিয়ে দিয়েছিলেন। কিন্তু ১০ বছর বিরতি দিয়ে ফের অভিনয় জগতে ফিরেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তারকাখ্যাতি পান। এরপর থেকে টানা অভিনয় করে গেছেন। এমনকি ৯৯ বছর বয়সেও তিনি অভিনয়ে সক্রিয় ছিলেন।