সেলুলয়েডে তাদের রসায়ন নজরে পড়েছে সবার। পর্দার বাইরেও তাদের সম্পর্কটা সহকর্মীর চেয়ে কিছুটা বেশিই মনে হয়েছে। কথা হচ্ছে 'কিক' সিনেমার জুটি সালমান খান আর জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে। আবারও কি প্রেমের সম্পর্কে জড়াতে যাচ্ছেন বলিউডের 'দাবাং' খান। 'কিক'র প্রচার চলাকালেই সালমানের কণ্ঠে কেবলই শোনা গেছে জ্যাকুলিনের জন্য প্রশংসা। এমনকি জ্যাকুলিনকে এ আমলের জিনাত আমান বলেও অভিহিত করেন তিনি। এদিকে সালমানের সঙ্গে ঘনিষ্ঠ সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছাড়াও এক অনুষ্ঠানে তাকে চুমু খেয়ে বসেন জ্যাকুলিন। আর তখন থেকেই শুরু হয় গুঞ্জন। এক রিয়েলিটি শোতে জ্যাকুলিনকে জেএফকে অর্থাৎ জ্যাকুলিন ফার্নান্দেজ খান বলেও ডাকেন সালমান।
সূত্র জানিয়েছে, সম্প্রতি সালমান এক বন্ধুকে ফোন করে বলেন, তার বাসায় আসবেন তিনি। ওই সময় রাত প্রায় ৩টা বাজছিল এবং বন্ধুটি খুশি হয়েই আবিষ্কার করলেন, সালমানের সঙ্গে জ্যাকুলিনও আছেন।
সূত্রটি আরও জানায়, সালমান আর জ্যাকুলিন 'কিক'র শুটিংয়ের সময়ই বন্ধু হয়ে ওঠেন। সিনেমার প্রচার চলাকালে একে অন্যের প্রতি ভালো লাগাটা তারা খোলাখুলিভাবেই প্রকাশ করেছে। আর এ ইঙ্গিতও দিয়েছে যে তারা কেবল সহকর্মী নয়।
আসলে সালমানের জীবনে যদি জ্যাকুলিন আসে তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ নিয়মিত প্রেমে পড়া সালমানের স্বভাব। এ কারণেই তাকে লাভার বয় বলে ডাকা হয়। যদি সালমান কাউকে বিয়ে করেন তবে সেটাই হবে বিশাল খবর। সূত্র বলছে, সালমান আর একা থাকতে চাচ্ছেন না। তিনি বিয়ে করে সংসারী হতে চাচ্ছেন। তাই এই সময়ে সালমান যার প্রেমে পড়বেন সেই তার স্ত্রী হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে।