'জিন্দেগি না মিলেগি দোবারা'র পর আবার বড় পর্দায় জুটি বেঁধেছেন হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাদের নতুন ছবি 'ব্যাং ব্যাং'। আর মুক্তির আগেই সবার মুখে মুখে ছবির প্রশংসা। ছবির ট্রেলার থেকে শুরু করে পোস্টার পর্যন্ত তুমুল ঝড় তুলেছে মিডিয়াসহ জনসাধারণের কাছে। এবার রিলিজ হলো 'ব্যাং ব্যাং' ছবির আরও একটি পোস্টার। পোস্টারে হৃত্বিক-ক্যাটরিনার রসায়নে কোনো খাদ খুঁজে পাচ্ছেন না দর্শক। পোস্টারে দেখা যায়, হৃত্বিক ক্যাটরিনার কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের হাতেই পিস্তল। সেই সঙ্গে তার শার্টের ফাঁকে দেখা যাচ্ছে তরুণীদের মনে কাঁপন জাগানো বলিষ্ঠ বুকের এক ঝলক।
ক্যাটরিনার পরনে একটি ছোট কালো টপস যার পিঠের ভাগের পুরো অংশই খোলা। আর অনাবৃত পায়ে পরেছেন হাই পেনসিল হিল। এ পোস্টারটিও প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বেশ সাড়া ফেলছে, তুমুল হারে বাড়ছে হিটের সংখ্যা। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের ছবিটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর। দিনটির জন্য ভক্তরা অধীর অপেক্ষায় আছেন। 'ব্যাং ব্যাং' ছবিটি টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজ অভিনীত 'নাইট অ্যান্ড ডে'র রিমেক।