বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?
বিভিন্ন টেলিভিশনে লাইভ অনুষ্ঠান আছে। আজ যেমন বাংলাভিশনের 'মিউজিক ক্লাব'। এ অনুষ্ঠানে আমি শাহ আবদুল করিমের জনপ্রিয় গানগুলো পরিবেশন করব। পরদিন এশিয়ান টেলিভিশনের একটি নতুন অনুষ্ঠানে আমি আসছি। অনুষ্ঠানটির নাম 'মিউজিক জংশন'।
নতুন অ্যালবামটি নিয়ে কিছু বলুন।
এটি আমার চতুর্থ অ্যালবাম। নাম 'পুতুল গান : দ্বিতীয় অধ্যায়'। প্রতিবারের মতো এবারের অ্যালবামেও মৌলিক গানের পাশাপাশি আঞ্চলিক গান, বিয়ের গান ও একটি ইংরেজি গান থাকছে। এবারের অ্যালবামেরও মৌলিক গানগুলোর কথা, সুর ও সংগীত করেছি আমি।
আগের অ্যালবামগুলো থেকে এই অ্যালবামের আলাদা কি বৈশিষ্ট্য থাকছে বলে আপনি মনে করেন?
এই অ্যালবামে কয়েকটি গান আমি ফোক ঘরানার করার চেষ্টা করেছি। হেভি গিটার রিফ ও ড্রামসের সঙ্গে থাকছে হারমোনিয়াম, তবলা ও একতারার মিশ্রণ। সব মিলিয়ে একটু ভিন্নধারার মিউজিক করার চেষ্টা করেছি। ঈদে প্রকাশ হবে অ্যালবামটি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
চলচ্চিত্রে গানের কী অবস্থা?
সম্প্রতি আমি দুটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। তার মধ্যে রয়েছে 'কখনো ভুলে যেও না' ও 'ক্ষণিকের ভালোবাসা'। মাঝে এক মাস আমি কানাডা ছিলাম বিভিন্ন শো নিয়ে। আর দেশে এসেই ব্যস্ত হয়ে পড়েছি নতুন অ্যালবাম নিয়ে। তাই চলচ্চিত্রে আর কাজ করা হয়ে উঠছে না।
দেশের বাইরে যাচ্ছেন কবে?
আগামী মাসের শেষের দিকে আমেরিকায় একটি শো করার কথা আছে। আমেরিকার বিভিন্ন প্রদেশে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে শোগুলো হওয়ার কথা আছে।
কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার। নিজেকে কোন পরিচয়ে পরিচিত করতে ভালো লাগে?
আমি মিউজিকের ওপর পড়াশোনা করেছি। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজেকে একজন মিউজিশিয়ান হিসেবে পরিচিত করানোর। তাই আমি নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি।
আলী আফতাব