এই যুগে চিঠি! তাও আবার জনপ্রিয় বলিউড নায়িকা? আশ্চর্যজনক ঘটনা। আর ঘটনাটি নিয়মিত ঘটিয়ে চলেছেন সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি অভিনয় করেন, গান করেন আর চিঠি লেখেন। অভিনয়, গান ও চিঠিকে সমান পাল্লায় মাপার কারণ- এ তিনটিই তার নিয়মিত কাজ। প্রিয়াঙ্কা প্রিয় মুহূর্তে প্রিয় মানুষকে চিঠি লেখেন। কারও জন্মদিনে, বিবাহবার্ষিকীতে, সুখবরে তিনি চিঠি লিখে শুভেচ্ছা জানান। প্রিয়াঙ্কা মনে করেন, এসএমএস কিংবা ফোন নয়, চিঠির আবেদন সবচেয়ে বেশি। সম্প্রতি প্রিয়াঙ্কা চিঠি লিখেছেন অর্জুন কাপুরকে। ১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অর্জুন কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ইংরেজি ভাষার ছবি 'ফাইন্ডিং ফ্যানি'। তাই অর্জুনকে চিঠি লিখে শুভেচ্ছাবার্তা পাঠালেন তিনি। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, 'ফুবু [অর্জুন কাপুরের আদুরে নাম], আসন্ন শুক্রবারের জন্য শুভকামনা। ফ্যানিকে অসাধারণ লাগছে দেখতে। ভালোবাসাসহ পিসি [প্রিয়াঙ্কার আদুরে নাম]।