দেহব্যবসার সঙ্গে জড়িত তামিল অভিনেত্রী শ্বেতাকে নিয়ে চারদিকে তুমুল হৈচৈ। শিল্পীদের নৈতিকতার বিষয়টি তাই হুমকির সম্মুখীন। কিন্তু শ্বেতার দাবি, পেটে খাবার না থাকলে মানুষ নিরুপায় হয়ে অনেক কিছুই করে।
সম্প্রতি এ আলোচিত বিষয় নিয়ে মুখ খুলেছেন রাবিনা টেন্ডন। বলিউডের দেহব্যবসা নিয়ে এক ভয়ানক সত্যি কথা প্রকাশ্যে এনেছেন তিনি। জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম দিকে তিনি নাকি 'কলগার্ল' হওয়ার অফার পেয়েছিলেন। এক সাক্ষাৎকারে রাবিনা নিজেই এ কথা জানিয়েছেন। শ্বেতার প্রসঙ্গে কথা বলার সময়েই নিজের জীবনের এ সত্যি উদঘাটন করেন রাবিনা। তিনি জানান, ১৯৯৫ সালে একটি ছবিতে শুটিং করার সময় একজন মহিলা তার মেয়েকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসেন। ওই মহিলা সরাসরি রাবিনাকে কলগার্ল হওয়ার অফার দেন।