শাকিব-অপু আবারও জুটি হলেন। তাদের সঙ্গে রয়েছেন নিপুণ। ছবির শিরোনাম 'লাভ-২০১৪'। এটি নির্মাণ করছেন জি. সরকার। প্রেম ও পারিবারিক গল্পের এই ছবির কাহিনী লিখেছেন কমল সরকার। ছবিটির প্রায় ৫০ ভাগ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা। এফডিসি ও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয় ছবিটির। বাকি শুটিং হবে মালয়েশিয়া, ব্যাংকক ও বরিশালে। নির্মাতা বলেন, গল্পের মতো এই ছবির গানও চমৎকার। দেবেন্দ্র চ্যাটার্জির সংগীত পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, অ্যান্ড্রু কিশোর, এসআই টুটুল, রিজিয়া পারভীন, কণা ও রাজিব। ছবিটিতে আরও অভিনয় করছেন সুচরিতা, দিতি, তানিয়া, মিজু আহমেদ, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা ও বিপাশা।