প্রখ্যাত চিত্রপরিচালক কাজী জহির ১৯৬৯ সালে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র 'ময়নামতি'। আলোড়ন সৃষ্টিকারী এই চলচ্চিত্রের আবেদন এখনো কমেনি। এতে অভিনয় করেছিলেন রাজ্জাক-কবরী। দর্শকপ্রিয় এই ছবিটি এবার রিমেক করলেন জাকির হোসেন রাজু। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ ছবির নাম রাখা হয়েছে 'অনেক সাধের ময়না'। এ নামটি নেওয়া হয়েছে 'ময়নামতি' ছবিরই জনপ্রিয় গান 'অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়' থেকে। আর রাজ্জাক-কবরীর স্থলে অভিনয় করেছেন বাপ্পি ও মাহি এবং মতি চরিত্র রূপায়ণ করেছেন আনিসুর রহমান মিলন। চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর। নির্মাতা বলেন, গল্পের মূলভাব ঠিক রেখে সময়োপযোগী করেছি। প্রযুক্তিগত দিকেও আধুনিকতা এনেছি। সব মিলিয়ে আগের ময়নামতির মতো অনেক সাধের ময়নাও দর্শক হৃদয়ে ঝড় তুলবে। ৮ সেপ্টেম্বর থেকে ইউটিউবে এ ছবির গান ও ট্রেলার দেখা যাচ্ছে।