প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। তাইতো ভালোবাসা পাগলামিতে ভরা থাকে। কিন্তু অন্য আট-দশটা মানুষের পাগলামি আর লেডি গাগার পাগলামি তো আর এক হবে না! তিনি এমনিতেই নতুন নতুন ঘটনা ঘটিয়ে সবাইকে চমকে দিতে চান। তাহলে প্রেমের জন্য সেই গাগা কি করবেন, ভাবুন একবার। না, খুব খারাপ কিছু করেননি। তিনি প্রেমিকের জন্য একটা গান করেছেন। সম্প্রতি একটি কনসার্টে অংশ নিয়ে গাগা তার প্রেমিক টেইলর কিনির উদ্দেশে একটি গান গেয়ে শোনান। এ সময় মঞ্চের পাশেই ছিলেন কিনি। গান শুনে অবাক হয়ে মঞ্চে দৌড়ে আসেন প্রেমিক। সে কি মধুর মিলন!