একে তো নাচুনি বুড়ি, তার ওপর ঢোলের বাড়ি। ছবির ঘরানা হলো সেক্স-কমেডি। আর তাতে আবার দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সানি লিওন! সানি রোমান্স করবেন দুজনের সঙ্গে। একবার লাইলা হয়ে, আরেকবার লিলি হয়ে। 'দারুণ উত্তেজিত' এভাবেই প্রতিক্রিয়া জানালেন তার সহশিল্পী বীর দাস। সানির সঙ্গে এটাই তার প্রথম ছবি কিনা! পর্নোগ্রাফির দুনিয়ায় একসময় বড় তারকা হলেও সানি লিওনের এটাই প্রথম সেক্স-কমেডি। তবে তুষার কাপুরকে এ ধরনের ছবিতে এক্সপার্টই বলা যায়। ছবির নাম 'মাস্তিজাদে'। পর্নো সানির সেক্স-কমেডি! ব্যাপারটা বেশ আগ্রহ জাগানিয়া। কী বলেন?