শিল্পা শেঠিকে কাঁদিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তাকে আঘাত বা আপমান করে নয়, 'মেরি কম' ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় দেখে কেঁদেছেন শিল্পা। গত রবিবার স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে ছবিটি দেখেন শিল্পা। বাড়ি ফিরে টুইটারে সাবেক বলিউড তারকা লিখেছেন, "মাত্র 'মেরি কম' দেখে ফিরলাম। সবাই দারুণ অভিনয় করেছেন। তবে প্রিয়াঙ্কা, তুমি জমিয়ে দিয়েছ। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছি। পরিচালক হিসেবে ওমাঙও খুব ভালো কাজ করেছে। বন্ধুরা, সবাই ছবিটা দেখে এসো।"
স্বামী রাজও টুইটারে প্রিয়াঙ্কার প্রশংসা করে লিখেছেন, 'মেরি কম' ছবির আসল বিষয় পরিবারের সমর্থন, যা থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আর ছবির সবচেয়ে বড় আকর্ষণ প্রিয়াঙ্কা। শোনো মেয়ে, তুমি আমার স্ত্রীকে অনেক কাঁদিয়েছ।" এই তারকা দম্পতি ব্যক্তিগতভাবে প্রিয়াঙ্কার বেশ ভালো বন্ধু হিসেবেই পরিচিত। যার জীবনী নিয়ে নির্মিত এই ছবি, সেই বক্সার মেরি কমের সঙ্গেও তাদের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।