সম্প্রতি প্রথম ভারতীয় অভিনয়শিল্পী ও তারকা হিসেবে ভারতের সবচেয়ে ধনীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অনলাইন।
ওয়েলথ-এক্স নামের একটি প্রতিষ্ঠান এ বছরের আগস্ট মাসে ভারতের সেরা পাঁচ ধনী ব্যক্তির একটি তালিকা করেছিল। সেই প্রতিষ্ঠানটিরই তথ্য অনুযায়ী শাহরুখের বিত্তের পরিমাণ ৬৬০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬৬০ কোটি ভারতীয় রুপি।
এদিকে, শুধু ভারতের সেরা ধনীর তালিকায় প্রথম ভারতীয় অভিনেতা হিসেবেই নয়, ফোর্বস-এর বিবেচনায় শাহরুখই প্রথম ভারতীয়, যাকে ফোর্বস লিখেছে- ‘টপ ইন্ডিয়ান লিডার ইন অ্যারাব ওয়ার্ল্ড’।
ওয়েলথ-এক্স জানিয়েছে, গত মে মাসে তারা হলিউড ও বলিউডের তারকাদের মধ্যে কে সেরা ধনী তার একটা তালিকা তৈরি করেছিল। সেখানে জেরি শ্যইনফিল্ড শীর্ষ ধনী হয়েছিলেন ৮২০ মিলিয়ন মার্কিন ডলার বিত্তের মালিক হিসেবে আর শাহরুখ খান তখন ছিলেন ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিত্তের মালিক।