বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের আগামী ছবি 'খুবসুরৎ'য়ের একটি গান নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এই ছবির একটি গান ‘মা কা ফোন’ সম্প্রতি মুক্তি পেয়েছে৷ আর এই গানের উপরেই পড়েছে সেন্সর বোর্ডের নজর। সেন্সর বোর্ডের অনুযায়ী এই গানের নাকি দুই ধরেণের মানে বের হয়।
সেন্সর বোর্ড এই গানের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন এই গানটির অর্থ দুই ধরণের। এটির অন্য মানে হওয়ায় গানটি অশ্লীলতার পর্যায়ে পৌঁছে যেতে পারে। সিবিএফসি এই ফিল্ম রিলিজ হওয়ার আগে গানটিকে ১৫ দিনের ক্লিন চিট দিয়েছে।
‘খুবসুরৎ’ টিমের এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, এই গানের কথায় 'তেরি মা কা' ও 'ফোন' কথার মাঝে সামান্য অন্তর রয়েছে। এই কারণেই এই গানটিকে সংশোধন কমিটির কাছে পাঠানো হয়েছিল কিন্তু গানটিকে ফের বদল করার পর ক্লিন চিট দেওয়া হয়েছে। কিন্তু এবার এটাই দেখার সেন্সারের এই আপত্তির পরে ফিল্মের প্রযোজক-পরিচালক কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।