রাজনীতির কারণে বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে বাইরে ছিলেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এবার ফিরেই চ্যালেঞ্জ ছুড়ি দিলেন সাবেক পর্নো তারকা সানি লিওনকে।
তার কথা- "আমার সঙ্গে আগে এক রাউন্ড আইটেম নাচ করুক সানি। তবেই না বোঝা যাবে কার কত দম"। একইসঙ্গে বলেন, রাজনীতির কারণে বহু দিন চলচ্চিত্র জগত থেকে বাইরে ছিলেন তিনি। আর সেই সুযোগেই সানির এই উত্থান। তিনি রাজনীতিতে মনোনিবেশ না করলে সানির এত নাম ডাক হওয়া সম্ভব হত না। তাঁর মতে তিনিই আইটেম নাচে এক নম্বর। তাই প্রতিভা থাকলে সানিকে নেচে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাখি।
আপাতত সানি দক্ষিণী একটি ছবি এবং তুষার কাপুরের সঙ্গে মস্তিজাদে ছবির কাজে ব্যস্ত। রাখির এই চ্যালেঞ্জ সানি গ্রহন করবেন কিনা তা জানতে হয়ত আর কটা দিন অপেক্ষা করতে হবে।