অ্যাপলের নতুন পণ্য আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাসের প্রচারণায় যোগ দিচ্ছেন তারকারা। এই দলে আছেন সঙ্গীত শিল্পী জাস্টিন টিম্বারলেক।
গতকাল বুধবার রাতে পণ্য দুটির একটি করে বিজ্ঞাপনচিত্র প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে। ৩০ সেকেন্ড ব্যাপ্তির এই বিজ্ঞাপনচিত্রে টিম্বারলেকের পাশাপাশি আছে উপস্থাপক-কমেডিয়ান জিমি ফলেনের হাত ও কণ্ঠ। ফোন দিয়ে গ্রাহকরা কী করবেন সে সম্পর্কে কথা বলেছেন তারা। '২০০১ : অ্যা স্পেস ওডিসি' ছবির থিম সং ব্যবহার হয়েছে এগুলোতে।
তবে শুধু বিজ্ঞাপনচিত্রের কাজই নয়, টিম্বারলেক ও ফলেন 'সংস অব ইনোসেন্স' নামের একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন অ্যাপল থেকে। আইটিউন্সের ৫০ কোটি ব্যবহারকারী ১৪ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে এটি কিনতে পারবেন।