সংগীতশিল্পী ন্যান্সিকে এখন থেকে রাজনীতির মাঠেও দেখা যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মনোনীত হয়েছেন।
ন্যান্সি বলেন, 'জাতীয়তাবাদী আদর্শের প্রতি আমার ভালো লাগা অনেক আগে থেকেই। আমার মা নেত্রকোনা জাসাসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ আমাকে মুগ্ধ করেছে। তবে এটা সত্যি যে, এত তাড়াতাড়ি আমি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইনি। আমি চেয়েছিলাম নিজেকে আরও ভালোভাবে তৈরি করে তারপর রাজনীতিতে আসতে।'
তিনি বলেন, 'আমি মনে করি শিল্পী ন্যান্সি সবার। শ্রোতাদের কারণেই আমি ন্যান্সি হয়েছি। তার মানে এই নয় যে, শিল্পী ন্যান্সির কারণে মানুষ হিসেবে আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না!'
রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, 'একটা রাজনৈতিক আদর্শের প্রতি সমর্থনের কারণে এভাবে আমার প্রতি অবিচার করার তো কোনো মানে হয় না। তাই শেষমেশ মনে হলো, আমাকে জড়িয়ে রাজনীতি নিয়ে যখন এতই কথা হচ্ছে, তখন পদ-পদবি নিয়ে কাজ করলে অন্তত অপবাদ থেকে মুক্ত হতে পারব। শত ঝড়-ঝাপটার মধ্যেও আমি কোনো কিছুর কাছে মাথা নত করিনি। তা ছাড়া আমি মনে করেছি, আমার মতো দেশের অনেক তরুণ আছে, যারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট। আমি আমার সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত রাজনীতিতে নাম লেখালাম। আমার ভক্ত-শ্রোতা যাঁরা আছেন, তাঁরা অন্তত আমার দ্বারা কিছুটা হলেও অনুপ্রাণিত হবেন।'