আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার অভিনয় জীবনের অনেক মজার ঘটনা আছে। একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের কথা, ইবনে মিজানের 'একমুঠো ভাত' ছবির শুটিংয়ে এই ছবির নায়ক জাফর ইকবালসহ পুরো ইউনিট রাঙামাটি গেলাম। অনেক উঁচু একটি পাহাড়ের ওপর এক বাংলোয় আমাদের থাকার ব্যবস্থা করা হলো। সন্ধ্যায় গিয়ে পোঁছলাম। সবাই একসঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠলাম। সুন্দর জায়গা, খুশিতে মনটা ভরে গেল। কিন্তু ডিনারের সময় জাফর ইকবালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা ঘর, আশপাশে সব জায়গাতেই খোঁজা হলো। কোথাও না পেয়ে সবাই ধরে নিল উঁচু পাহাড়ে হাঁটতে গিয়ে হয়তো পা পিছলে নিচে পড়ে গেছে ও। এত উঁচু পাহাড় থেকে পড়লে আর বেঁচে থাকার কথা নয়। আমি বাইরে গিয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লাম। আমাদের অবাক করে দিয়ে ঘর থেকে হাসতে হাসতে বের হলো জাফর ইকবাল। সবাইকে মজা দিতেই নাকি ও দরজার পর্দার পেছনে লুকিয়ে ছিল। এই ঘটনার কথা মনে পড়লে আজও অাঁতকে উঠি।