বিভিন্ন সময়ে শ্রোতার মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয়, বৈচিত্র্যপূর্ণ ও নাটকীয় গানের ভাব অবলম্বনে নির্মিত এস এ টিভির জনপ্রিয় সিরিজ ধারাবাহিক 'রেইনফরেস্টে'র তারকা মেলায় এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় তারকা শখ। এই ধারাবাহিকের সাতটি সিরিজ ইতিমধ্যে প্রচারিত হয়ে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় অষ্টম সিরিজে ব্রায়ান অ্যাডামসের বিখ্যাত রোম্যান্টিক গান 'লুক ইন টু মাই আইস' গানের গল্প নিয়ে আসছেন শখ ও সজল। নাটকটি সম্পর্কে পরিচালক অনন্য ইমন বলেন- 'নাটকটি দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছায় তিনি অত্যন্ত অনুপ্রাণিত এবং সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষায় তিনি আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন।' নাটকটি প্রচার হয় প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এস এ টিভিতে। সিরিজটি রচনা করছেন হাবিব জাকারিয়া উল্লাস।