৩৬ বছরের সংক্ষিপ্ত জীবনে বার বার শিরোনাম হয়েছেন লাস্যময়ী মেরিলিন মনরো। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন আর তার প্রেমিকদের তালিকায় রয়েছেন ফ্রাঙ্ক সিনাত্রা, জন এফ কেনেডি। সেই মেরিলিনই সমকামী ছিলেন বলে নতুন পাওয়া তথ্য থেকে বেরিয়ে এসেছে। তারকাদের ব্যবহৃত সরঞ্জাম নিলামে তোলার জন্য পরিচিত অনলাইন প্রতিষ্ঠান অকশনমাইস্টাফ ডটকম নিলামে তুলতে যাচ্ছে মেরিলিনের একটি জিন্সের প্যান্ট। তাদের দাবি, এই প্যান্টটি তিনি ভালোবেসে উপহার দিয়েছিলেন তার 'সবচেয়ে প্রিয় বন্ধু' অভিনয়ের প্রশিক্ষক নাতাশা লাইটেসকে। সেইসঙ্গে মনরোকে পাঠানো লাইটেসের হাতে লেখা একটি চিঠিও নিলামে তুলছে তারা। যদিও সেই চিঠিতে নিজেদের সম্পর্কের কথা খুলে বলেননি, জার্মান এই অভিনয়ের প্রশিক্ষক।